স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাইয়ে পুকুরের পানিতে ডুবে রিফাত মিয়া নামে ৭বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ৩ অক্টোবর দুপুরে উপজেলার পুরাতন কর্ণগাও গ্রামে এ ঘটনা ঘটে। রিফাত মিয়া দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের পুরাতন কর্ণগাঁও গ্রামের ফারুক মিয়ার ছেলে।
ফারুক মিয়ার প্রতিবেশী সদরুল ইসলাম জানান, রবিবার দুপুরে পরিবারের লোকদের অগোচরে বাড়ির পাশের পুকুরের পাশে খেলতে গিয়ে তলিয়ে যায় শিশু রিফাত। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে একপর্যায়ে পুকুরে নেমে তার মৃতদেহ উদ্ধার করেন। তারা এই অবস্থায় শিশুকে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য জাভেদ মিয়া বলেন, পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা খবর পেয়ে পুলিশকে অবগত করেছি। আমরা শিশুটির পোস্ট মর্টেম রিপোর্টে না পাঠিয়ে পরিবারকে গোদাফনের জন্য হস্থান্তরের চেষ্টা করছি।