হাওর ডেস্ক::
জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পেয়েছেন মুজিবুল হক চুন্নু।
সংসদ সদস্য চুন্নু দলটির কো-চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে মহাসচিবের পদে এলেন তিনি।
জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের গঠনতন্ত্রে দেওয়া ক্ষমতাবলে শনিবার চুন্নুকে জাতীয় পার্টির মহাসচিব নিযুক্ত করেছেন বলে দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুন্নুর সঙ্গে যোগাযোগ করলে বলেন, “হ্যাঁ, চেয়ারম্যানের (জি এম কাদের) সঙ্গে আমার কথা হয়েছে। প্রেস রিলিজ যাচ্ছে।”
এ বিষয়ে কথা বলতে জি এম কাদেরের ফোনে কল করা হলেও তিনি ধরেননি।
জাতীয় পার্টির আরেক কো-চেয়ারম্যান ফিরোজ রশীদের কাছে জানতে চাইলে তিনি বলেন, চুন্নুকে মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।
গত ২ অক্টোবর জিয়াউদ্দিন বাবলু মারা যাওয়ার পর জাতীয় পার্টির মহাসচিব পদটি শুন্য হয়েছিল। এরপর এই পদে একজন যুগ্ম মহাসচিবকে দায়িত্ব দেওয়ার গুঞ্জন শোনার পর জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন বৈঠক করে আপত্তিও জানিয়েছিলেন।
কিশোরগঞ্জে জন্ম নেওয়া চুন্নু চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়ে ১৯৮৬ সালে প্রথম জাতীয় পার্টির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৮৮ সালেও সংসদে যান তিনি।
কিশোরগঞ্জ-৩ আসন থেকে ২০০৮ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর এনিয়ে টানা তৃতীয়বার সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।
৬৮ বছর বয়সী চুন্নু ২০১৪ সালের শেখ হাসিনার সরকারে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।