স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার আলেম- ওলামাগণ এবং ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শান্তি- সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।
শুক্রবার সকালে সুনামগঞ্জ সার্কিট হাউসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সুনামগঞ্জের আলেম- ওলামাগণ এবং ধর্মীয় নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
এসময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ইসলাম শান্তির ধর্ম, সম্প্রীতির ধর্ম। ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন। কুমিল্লার ঘটনায় যেই জড়িত হোক তাকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, আপনারা যাই করেন, কোনো অবস্থায় যেনো কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি আপনারা নিশ্চিত করতে হবে।
এসময় সুনামগঞ্জ ইমাম মোয়াজ্জেম পরিষদের সভাপতি মাওলানা মুজিবুর রহমান বলেন, প্রশাসনের অনুরোধে আজকের কর্মসূচি আমরা স্থগিত করেছি। তবে আগামী রবিবারে সুনামগঞ্জে প্রতিবাদ সমাবেশ করবো। সেখানে প্রশাসনের সহযোগিতা আশা করি।
এসময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত, জেলা ইমাম মোয়াজ্জেম পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, সুনামগঞ্জ আলীয়া মাদ্রাসার প্রিন্সিলার আলিনুর হোসেন।