স্টাফ রিপোর্টার::
বুধবার বিকেলে সুনামগঞ্জ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় তিন লাখ টাকা। অভিযানে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন নৈদার খামার গ্রামের চৌমহনী রাস্তার উপর হইতে অভিযুক্ত ব্যক্তির মাথায় বহনকৃত অবস্থায় ২৪ (চব্বিশ) বোতল এসি ব্লাক হুইস্কি ও অভিযুক্ত ব্যক্তির দেওয়া তথ্য মতে চৌমহনী রাস্তার পার্শ্বে ইসমাইল ভূইয়া মেম্বারের বাড়ির পার্শ্ব অবস্থিত ডোবার ভিতর হইতে ২২৫ (দুইশত পঁচিশ) বোতল অফিসার্স চয়েস (হুই্িস্ক) সহ একজন অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কামাল হোসেন (২৫), নারায়নতলা গ্রামের বাসিন্দা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য অনুমান ২,৯৭,০০০/- (দুই লক্ষ সাতানব্বই হাজার) টাকা। গ্রেফতারকৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ অফিসার্স চয়েস ও এসি ব্লাক হুইস্কি বিভিন্ন প্রকার মাদক ক্রয় করে নিজ হেফাজতে মজুত রাখত। পরবর্তীতে তার গড়ে তোলা মাদক নেটওয়ার্কের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী ও লোকজনের চোঁখের আড়ালে ক্রয়কৃত বিভিন্ন ধরনের অফিসার্স চয়েস ও মাদক সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ও দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করতো।
উদ্ধারকৃত মাদবদ্রব্যসহ ও গ্রেফতারকৃত কামালকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।