অনলাইন ডেক্স::
আত্নীয় স্বজন, শিল্পী, কবি-সাহিত্যিক ও বিশিষ্টদের সম্মানে ইফতার আয়োজন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২১ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে পরিবারের সদস্য ছাড়াও তার নিকট আত্মীয়রা অংশ নেন। ছিলেন দেশের বিভিন্ন অঙ্গনের তারকা ও শিল্পীরা। রাজনীতিকরা তো ছিলেনই। প্রধানমন্ত্রী সব টেবিলে ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
তারকাদের মধ্যে ছিলেন অভিনেতা রাজ্জাক, সৈয়দ হাসান ইমাম, রিয়াজ, অভিনেত্রী শমী কায়সার, সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, চলচ্চিত্র নির্মাতা নাসিরউদ্দীন ইউসুফ। বিশিষ্টদের মধ্যে ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ড. রফিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন অর রশীদ, অ্যাটর্নি জেনারেল অ্যাড. মাহবুবে আলম, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, চিত্রশিল্পী হাশেম খান, কবি রুবি রহমান, ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রমুখ প্রধানমন্ত্রীর সঙ্গে ইফতারে অংশ নেন।
আওয়ামী লীগ নেতা, সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের মধ্যে ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরামউদ্দিন আহমদ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসাইন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগ নেতা শেখ হেলাল উদ্দিন, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, হাবিবে মিল্লাত, নূরে আলম লিটন চৌধুরী, কাজী রোজী, শেখ কবির প্রমুখ।
কুশল বিনিময় শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মহিউদ্দিন কাসেমী।