বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে ৫ দিনের ছুটিতে এসে নিজের ভাড়া বাসার বাথরুমের কার্নিশের সঙ্গে গলায় গামছা পেছিয়ে আতœহত্যা করেছেন মো. ইয়াকুব আলী (২৬) নামে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই এ) কর্মরত এক সদস্য। গত ৫ নভেম্বর তিনি ৫ দিনের ছুটি নিয়ে বাসায় এসেছিলেন। ৭ নভেম্বর রবিবার রাত সাড়ে ৮টার সময় খবর পেয়ে পুলিশ তার সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়া আবাসিক এলাকার ভাড়া বাসায় এসে মৃতদেহ উদ্ধার করে। নিহত মো. ইয়াকুব আলী তাহিরপুর উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের কদমতলি গ্রামের নূরুজ্জামান ও ফারজানা দম্পতির জ্যেষ্ট সন্তান। তিনি ৬ ভাই ও ১ বোনের সবার বড়ো।
পরিবারের লোকজন জানান, গত বৃহষ্পতিবার ঢাকার কর্মস্থল থেকে ছুটি নিয়ে শুক্রবার সকালে তিনি বাড়িতে এসেছিলেন। বিয়ের দুইদিন পর তিনি কর্মস্থল ঢাকায় চলে যান। গত বৃহষ্পতিবার ছুটি নিয়ে শুক্রবার সুনামগঞ্জ শহরের বাধনপাড়া বাসায় আসেন। তার স্ত্রীও ওইদিন বাবার বাড়ি থেকে বাসায় আসেন। শুক্রবার রাত কাটিয়ে শনিবার সকালে আবারও বাবার বাড়ি চলে যান স্ত্রী আসমা। আজ বাথরুমে ডুকে আতœহত্যা করেন তিনি। কি কারণে আতœহত্যা করেছেন জানার চেষ্টা করছে পুলিশ।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুর রহমান বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্য গলায় গামছা পেছিয়ে বাথরুমের কার্ণিশে ঝুলে আতœহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি। উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।