হাবিবুর রহমান হাবিব, শাল্লা থেকে::
শাল্লায় ফসলহারা কৃষকের প্রাথমিক বিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেছেন সুরঞ্জিত সেনগুপ্তের একমাত্র সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সৌমেন সেনগুপ্ত। শনিবার দুপুরে উপজেলার ৪১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তিনি ঈদের নতুন জামা বিতরণ করেন। উপজেলা মিলনায়তনে গ্রো ফাউন্ডেশন এই ঈদবস্ত্র বিতরণের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৌমেন সেনগুপ্ত বলেন, আমার বাবাকে দিরাই- শাল্লা তথা এ হাওরের মানুষ প্রাণ দিয়ে ভাল বাসতেন। আজ তিনি আমাদের মাঝে না থাকলেও অসংখ্য কর্মী সমর্থক রেখে গেছেন তিনি। যারা বিভিন্ন দুর্যোগে মানবতার সেবা করছে।
তিনি আরো বলেন, এবছর অকাল বন্যায় হাওর অঞ্চলের মানুষ তাদের একমাত্র ফসল সোনালী ধান হারিয়ে খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। আমার বাবার শিক্ষা নিয়ে আমরা আমৃত্যু হাওরবাসীর পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। আমৃত্যু হাওরবাসীর সেবা করাই আমাদের পারিবারিক ঐতিহ্য।
ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শাল্লা থানা অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান, শাল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী,যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু, হুমায়ুন আহমেদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পলাশ চৌধুরী প্রমুখ।