স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে ছাতক উপজেলায় ১০টি ও দোয়ারাবাজার উপজেলায় ৯টি ইউনিয়ন রয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। বৃহষ্পতিবার দুপুর ২টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী কেন্দ্রে ও কেন্দ্রের বাইরে টহলে আছে।
দ্বিতীয় ধাপে আজ বৃহষ্পতিবার ছাতক উপজেলার ছাতক সদর, কালারুকা, ছৈলাআফজলাবাদ, খুরমা দক্ষিণ, চরমহল্লা, দোলারবাজার, জাউয়াবাজার, খুরমা উত্তর, ইসলামপুর, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও, দোয়ারাবাজার উপজেলার দোয়ারাজার সদর, পান্ডারগাঁও, বাংলাবাজার, সুরমা, লক্ষীপুর, বোগলা, দোহালিয়া, নরসিংহপুর, মান্নারগাঁও ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়। দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ইউপি নির্বাচনে জেলায় দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৯২ জন এবং সদস্যপদে ৯৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নে ৮২টি ভোটকেন্দ্রে ১ লাখ ৬৯ হাজার ৯৭ জন ভোটাধিকার প্রয়োগ করছেন।