ছাতক প্রতিনিধি::
ছাতকের দশটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়নে নৌকা প্রতিক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চারজন প্রার্থী। এছাড়া আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী তিন জন এবং সতন্ত্র প্রার্থী তিনজন বিজয়ী হয়েছেন।
এখানে ছৈলা আফজালাবাদ ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে গয়াছ আহমদ, গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়নে সুন্দর আলী, কালারুকা ইউনিয়নে অদুদ আলম এবং উত্তর খুরমা ইউনিয়নে বিলাল আহমদ বিজয়ী হয়েছেন।
ছাতক সদর ইউনিয়নে সাইফুল ইসলাম (আনারস) প্রতিক, দক্ষিণ খুরমা ইউনিয়নে জয়নাল আবেদীন (টেলিফোন) এবং জাউয়া বাজার ইউনিয়নে আব্দুল হক (ঘোড়া) প্রতিক নিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছেন।
এছাড়া দোলারবাজার ইউনিয়নে নুরুল আলম (চশমা), চরমহল্লা ইউনিয়নে আবুল হাসনাত (মোটরসাইকেল) এবং ইসলামপুর ইউনিয়নে সুফি আলম সোহেল (টেলিফোন) প্রতিক নিয়ে সতন্ত্র প্রার্থী হিসাবে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দিনব্যাপী শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।