স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়নে ও শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্যদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার বেলা আড়াইটায় সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দেন সদর উপজেলা নির্বাচনী প্রিসাইডিং অফিসার উত্তম কুমার রায়। শান্তিগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামী ২৮ নভেম্বর দুটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সুনামগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৬৩ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১১৬জন এবং সাধারণ ওয়ার্ডে ৩৯৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামী ২৮ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
শান্তিগঞ্জ উপজেলায় ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩জন, সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ৯৫জন নারী ও সাধারণ ওয়ার্ডে ৩৪৩জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দের সময় উপজেলা নির্বাচন অফিসার ও প্রিসাইডিং অফিসার আচরণবিধি মেনে চলার জন্য আহ্বান জানান।