1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সিলেটে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে অপসারণের দাবিতে গণস্বাক্ষর কার্যক্রম ২৫০ শয্যা হাসপাতালে সেবার মান বাড়ানোর দাবিতে মতবিনিময় সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ বন্যার্তদের সহায়তায় সুনামগঞ্জে শিল্পকলা একাডেমির ব্যতিক্রমী ছবি আঁকার কর্মসূচি জগন্নাথপুরে শিক্ষিকা লাঞ্চিত: দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেশের গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সকল কালাকানুন বাতিলের দাবি সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ হস্থান্তর করলো মেঘালয় পুলিশ কাদের সিদ্দিকী বললেন: বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ২০ লাখ শিশু ঝুঁকিতে : ইউনিসেফ

সুনামগঞ্জে এসএসসি পরীক্ষা দিচ্ছে ২৯ হাজার ৮৪২ জন

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ১২.২৪ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্কঃ
পদার্থ বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও করোনার কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার যথাসময়ে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। নয় মাস পিছিয়ে এবার পরীক্ষা নেওয়া হচ্ছে। বর্তমানে আক্রান্তের হার সহনীয় মাত্রায় উন্নীত হওয়ায় পুর্নবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকল কেন্দ্রে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার সময় থাকবে দেড় ঘন্টা। বাংলা, ইংরেজির মত আবশ্যিক বিষয়গুলোতে এবার পরীক্ষা না নিয়ে আগের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার সুনামগঞ্জ জেলার ৫২টি কেন্দ্রে পরীক্ষায় বসছে ২৯ হাজার ৮৪২ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৬ হাজার ৫৭৮ জন। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল ২৩ হাজার ২৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।
এবার সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২৪ হাজার ৮৬২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৪ হাজার ১৬৪ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি/দাখিল ভোকেশনালে ৮১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
জেলায় সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩৪টি কেন্দ্রে পরীক্ষা দেবে। এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৯১ টি শিক্ষা প্রতিষ্ঠানের দাখিল পরীক্ষার্থীরা ১৩টি কেন্দ্রে এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি/দাখিল ভোকেশনাল পরীক্ষার্থীরা ৫টি কেন্দ্রে পরীক্ষা দেবে।
গত বছর সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৯ হাজার ৫৫০ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ হাজার ১২২ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ৫৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
সে অনুযায়ী এবার সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার ৫ হাজার ৩১২ জন. মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ১ হাজার ৪২ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি/দাখিল ভোকেশনাল পরীক্ষায় ২২৪ জন পরীক্ষার্থী বেড়েছে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে। কোভিডের বাড়তি সতর্কতায় এসএসসির পরীক্ষায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নজর দিয়ে এবার বাড়তি প্রস্তুতি নিয়েছে কেন্দ্রগুলোও। সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজুর রহমান বলেন, পরীক্ষা গ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে স্যানিটাইজার ব্যবহার করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ করানো হবে। কোন পরীক্ষার্থী যদি মাস্ক না নিয়ে আসে তাহলে আমরা তাদের মাস্ক সরবরাহ করবো।
সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান বলেন, পদার্থ বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। বিদ্যালয়ে শুধু শিক্ষার্থীরাই প্রবেশ করবে। ৬ ফুটের প্রতিটি বেঞ্চে বসবে ২ জন করে শিক্ষার্থী। তিনি বলেন, বিদ্যালয়ের বাইরে যাতে অভিভাকদের ভিড় না হয় সেজন্য জেলা প্রশাসনের সাথে গত সভায় আমরা অতিরিক্ত পুলিশ দেয়ার জন্য বলেছি।
এসএসসির রুটিন
প্রথম দিন ১৪ নভেম্বর (আজ) সকালে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), ১৫ নভেম্বর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা সকালে এবং হিসাববিজ্ঞান বিকেলে অনুষ্ঠিত হবে। ১৬ নভেম্বর (তত্ত্বীয়) রসায়ন, ১৮ নভেম্বর শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর সকালে ভূগোল ও পরিবেশ এবং বিকেলে ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২২ নভেম্বর উচ্চতর গণিত ও জীববিজ্ঞান সকালে অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকালে আর বিকেলে ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!