দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক বলেছেন, ‘সুরমা ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে পরিণত করা হবে। আমাদের ইউনিয়ন পরিষদ ভবন নাই, সংসদ সদস্য মানিক সাহেবের সাথে কথা বলেছি, তিনি আমাকে আশ্বস্ত করেছেন সুরমা ইউনিয়নে একটি দৃষ্টিনন্দন ইউনিয়ন পরিষদ ভবন করে দেবেন।’
সোমবার রাট আটটায় উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর বাজারে ০৭ নং ওয়ার্ডবাসী কর্তৃক আয়োজিত নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল হালিম বীরপ্রতীক আরও বলেন, ‘আমি এখন নির্বাচিত হয়েছি। কে আমাকে ভোট দিলো বা না দিলো তা নিয়ে আর কোনো কথা বলা যাবেনা, আমি মনে করি সুরমা ইউনিয়নের সবাই আমার ভোটার, আমি সবার ভোটে নির্বাচিত হয়েছি। শুধু ইউনিয়ন পরিষদের সদস্যদের দিয়ে নয়, প্রত্যেক এলাকার যুবক ও প্রবীণদের সমন্বয়ে এলাকার উন্নয়ন কাজ করা হবে।’
০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল খায়ের’র সভাপতিত্বে ও দোয়ারাবাজার উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মুহম্মদ মশিউর রহমানের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নবনির্বাচিত মহিলা ইউপি সদস্য মোছাম্মৎ জাহানারা বেগম, ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুল হামিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফায়জুর রহমান, দোয়ারাবাজার সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক শের মাহমুদ ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির, অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুরুল ইসলাম প্রমুখ।