হাওর ডেস্কঃ
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (উঃ) ইউনিয়নের ইছামারী গ্রামে মধ্যনগর থানা পুলিশ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদ তৈরি উপকরণ ১৪১ লিটার (ওয়াশ) ও ২ লিটার মদসহ ৭ জন কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো ইছামারী গ্রামের জুয়া কিম তজু(৫২),রূপনগর গ্রামের আদ্দুল কুদ্দুস (৪২),জামালপুর গ্রামের আলম (৩০), একই গ্রামের কামরুল ইসলাম (২৬),আন্তরপুর গ্রামের হারুন মিয়া (২৯) একই গ্রামের মো. টিটু মিয়া,গোলগাঁও গ্রামের শফিকুল ইসলাম (২৪)।
মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব জানান, গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সকালে আদালতে সোর্পদ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।