সাইফ উল্লাহ::সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নে গরু মোটাতাজা করণ বিষয়ক দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ অনুষ্টিত হয়। বুধ ও বৃহস্পতিবার ২ দিন ব্যাপী সাচনা বাজার ইউনিয়ন পরিষদ হল রুমে প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। ইউনিয়নের ৮ টি ওয়ার্ডের নারী ও পুরুষ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার প্রাণী সম্পাদ উপ সহকারী কর্মকর্তা মো. আব্দুল লতিফ মিয়া। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউসি সাইফ উল্লাহ, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- ভিডিটি কমিটির সহ সভাপতি মো. ওমর গণি (মাস্টার), ভিডিটি কমিটির সভাপতি মঞ্জুরুল হক আফিন্দী, সুজন এর সাধারণ সম্পাদক মঈনুল হাসান, ভিডিটির সভাপতি, উজ্জীবক ও ইউপি সদস্যা সোহানা আক্তার, নারী নেত্রী মনোয়ারা, কল্পনা আক্তার, ইয়ুথ জাকিয়া আক্তার, সহায়ক শাহীনা আক্তার প্রমূক। ২দিন ব্যাপী প্রশিক্ষণে গরু মোটা তাজা করণ বিষয়ক আলোচনা করা হয়। এতে করে সাধারণ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, বেকারত্ব কমে যাবে, মাংসের চাহিদা পুরণ হবে, গরু মোটা তাজ করণ করে আর্থিক উন্নয়নের সম্ভাবনা রয়েছে বলে জানা যায়।