স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে দুদিনব্যাপী শিশু সাংবাদিকতা কর্মশালা সম্পন্ন হয়েছে। ৫ ডিসেম্বর রবিবার সকালে সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি ও সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জাকির হোসেন। ৬ ডিসেম্বর সোমবার বিকেলে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত।
দু’দিন ব্যাপী কর্মশালায় ১৩-১৬ বছরের ২১ জন শিশু অংশ নেয়। যারা জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি বিদ্যালয়ে ৬ষ্ট থেকে দশম শ্রেণি পর্যন্ত অধ্যায়ণ করছে। ইউনিসেফের সহায়তায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। দু’দিনের কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রিসোর্স পার্সন ইশরাত জাহান মনিকা। বিভিন্ন পর্বে প্রশিক্ষণ প্রদান করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেনরায়, দৈনিক সমকাল-এটিএন বাংলার জেলা প্রতিনিধি পঙ্কজ দে, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামস শামীম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) তামিম ইয়ামীন, শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আব্দুল মতিন।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, আজকের শিশু সাংবাদিকদের চোখে আমি সুন্দর সমাজকে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি আগামীর সম্ভাবনার বাংলাদেশের প্রোজ্জ্বল ছবিকে। তিনি বলেন, শিশুরা আমাদের সমাজকে নির্মোহভাবে দেখে। তারা যা দেখে তা লিখতে পারলে আমরা বড়োরা তাদের সমস্যা ও চাওয়া পাওয়া সম্পর্কে জানতে পারবো। সমাপনী অনুষ্ঠান শেষে তিনি অতিথিবৃন্দকে নিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিশুদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
শিশু সাংবাদিকতা কর্মশালায় মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ মৌলিক সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিডিনিউজের ইশরাত জাহান মনিকা।