হাওর ডেস্ক ::
অগণিত পাঠকের ভালোবাসায় সিক্ত কালের কণ্ঠের জন্মদিন আজ। প্রকাশের এক যুগ অর্থাৎ ১২ বছর পূর্ণ করে ১৩ বছরে পা রাখল দেশের অন্যতম শীর্ষ এই দৈনিক। জাতিকে ‘আংশিক নয়, পুরো সত্য’ জানানোর অঙ্গীকার নিয়ে ২০১০ সালের ১০ জানুয়ারি যে পথচলা শুরু হয়েছিল, পাঠকের আস্থা ও ভালোবাসায় তা অব্যাহত রয়েছে।
শুরু থেকেই মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে চলেছে কালের কণ্ঠ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যাত্রা শুরু এই দৈনিকের। গত ১২ বছর সময়ের সঙ্গে মানিয়ে নিত্যনতুন ভাবনা ও বাস্তবতাকে গ্রহণ করলেও তার স্বকীয় বৈশিষ্ট্য বজায় রেখেছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তবুদ্ধি চর্চার মধ্য দিয়ে এই দীর্ঘ পথচলায় মানুষের অকল্পনীয় ভালোবাসা ও সমর্থন লাভ করেছে। এর ফলে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতির সংকটের মধ্যেও রয়েছে কালের কণ্ঠের নির্বিঘ্ন পথচলা; আগামী দিনেও তা অব্যাহত থাকবে বলে অঙ্গীকারবদ্ধ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের এই দৈনিকটি।
প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর জমকালো উৎসবের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কালের কণ্ঠ। জন্মদিনের শুভেচ্ছা জানাতে নানা শ্রেণি-পেশার বিশিষ্টজনরা এসেছেন কালের কণ্ঠ কার্যালয় কিংবা অনুষ্ঠানস্থলে। দেশের খ্যাতিমানদের পাশাপাশি কালের কণ্ঠ পরিবারের সদস্য ও পাঠক-শুভানুধ্যায়ীদের মিলনমেলায় পরিণত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজন। কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি নানামাত্রিক অনুষ্ঠান হয়েছে দেশব্যাপী। করোনা পরিস্থিতির কারণে গত বছর আগের মতো বর্ণাঢ্য আয়োজন ছিল না। স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এবারও করোনার সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি মেনে কিছুটা ঘরোয়া পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে।
বিজয়ের সুবর্ণ জয়ন্তী পেরিয়ে আসা বাংলাদেশের ৫০ বছরের অর্জন, বিভিন্ন খাতের ভবিষ্যৎ চ্যালেঞ্জ, সম্ভাবনার জায়গাগুলো কী কী, কোন সুযোগ আমরা কাজে লাগাতে পারি এসব নিয়ে কালের কণ্ঠের মূল পত্রিকার সঙ্গে থাকছে বিশেষ আয়োজন। অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য, সংস্কৃতি, রাজনীতি, পরিবেশ ও জলবায়ু—এসব খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের লেখা নিয়ে আজ থেকে পর পর পাঁচ দিন বিশেষ আয়োজন রয়েছে। যুগপূর্তি উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় কালের কণ্ঠের প্রধান কার্যালয় ছাড়াও সারা দেশে নানা আয়োজন রয়েছে।