স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌরবাসীকে সেবার লক্ষ্যে ভারত সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে একটি আইসিইউ অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর মেয়র নাদের বখতের কাছে আইসিইউ অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন ভারতীয় সহকারি হাই কমিশনার নিরাজ কুমার জায়সওয়াল। এসময় সুনামগঞ্জের জনপ্রতিনিধিসহ সুধীজন উপস্থিত ছিলেন। এম্বুলেন্স প্রদান অনুষ্টানে সহকারি হাই কমিশনার জানিয়েছেন গত বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে এসে ভারতের জনগণের পক্ষ থেকে ১০৯ টি এম্বুলেন্স উপহারের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাস্তবায়িত হচ্ছে।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য দেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। উপস্থিত থেকে বক্তব্য দেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক এমপি, হাইকমিশনের দ্বিতীয় সচিব টিজি রমেশ, অতিরিক্তি জেলা প্রশাসক অসিম কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সাঈদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে প্রমুখ।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ভাতরের মন বড় উদার। করোনার সময়ও তারা বাংলাদেশকে সহযোগিতা করেছে। আজ ভারতের দেওয়া অ্যাম্বুলেন্সের চাবি সুনামগঞ্জ পৌরসভায় হস্তান্তর করা হয়েছে। আমরা ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের বন্ধন সারা জীবন অটুট থাকুক।
অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জায়সওয়াল বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত শুধু গুরুত্বপূর্ণ ভূমিকাই রাখেনি। আমাদের সাংস্কৃতিক ও সামাজিক মিলও রয়েছে। তাছাড়া এই সুনামগঞ্জের সংস্কৃতির সঙ্গে আমাদের ভারতের কয়েকটি অঞ্চলের মিল রয়েছে। এখানকার মানুষ খুবই ভালো এবং মানুষের উন্নতি হবে বলে মন্তব্য করেন তিনি।
চাবি হস্তান্তর অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পৌরসভা কর্তৃপক্ষ। সাংস্কৃতিক অনুষ্টানে বাউল স¤্রাট শাহ আব্দুল করিম, রাধারমন দত্ত, দুর্বিণ শাহ ও মরমি কবি হাছন রাজার গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।