ধর্মপাশা প্রতিনিধিঃ
ধাপে ৫জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ ( ইউপি) নির্বাচনে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নে সর্বমোট ১২০জন (সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য) পদে নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে সর্বকনিষ্ঠ ইউপি সদস্য হলেন মুক্তার হোসেন।
গত ৯ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিলের দিন তাঁর বয়স হযেছিল মাত্র ২৫ বছর ৬ মাস। উপজেলার সর্বকনিষ্ঠ ওই ইউপি সদস্যের বাড়ি উপজেলার জয়শ্রী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের স্বরসতীপুর গ্রামের।
মুক্তার হোসেন জয়শ্রী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে ঘুড়ি প্রতীক নিয়ে সাধারণ সদস্য পদে নির্বাচনে অংশ নেন। এই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ছয়জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন। এদের মধ্যে মুক্তার হোসেন ঘুড়ি প্রতীক নিয়ে ৩৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি তালা প্রতীক নিয়ে আবুল কালাম পেয়েছেন ২১১ ভোট ।
ধর্মপাশা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. সোহান আহমেদ বলেন, আমার জানামতে এবারের ইউপি নির্বাচনে এ উপজেলার ১০টি ইউনিয়নে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যের মধ্যে মুক্তার হোসেনই উপজেলার সর্বকনিষ্ঠ সদস্য।
জয়শ্রী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস জয়শ্রী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মুক্তার হোসেন নির্বাচিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।