স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের সীমান্ত নদী চলতিতে অবৈধভাবে বালু উত্তোলনকালে তিনজনকে দশ দিনের কারাদণ্ড ও দুইজনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহষ্পতিবার বিকেলে সদর উপজেলার সদরগড়ে নির্বাহী ম্যজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা এই দণ্ড প্রদান করেন। অবৈধ বালু উত্তোলনকালে আকবর আলী, নূরুজ্জামান ও আতাউর মোস্তফা নামের তিনজনকে দশ দিনের কারাদণ্ড প্রদান করেন। তাছাড়া জুনেল আহমদ রাজরান ও সাত্তার মিয়াকে এক লক্ষ টাকা করে অর্দথদণ্ড প্রদান করেন।
সদর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারি কর্মকর্তা কামাল হোসেন বলেন, সীমান্ত নদী চলতি ইজারাবিহীন রয়েছে। তাই বালু উত্তোলন নিষিদ্ধ। কিন্তু দণ্ডিতরা আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে নদীতে অভিযান চালাই। এসময় অবৈধভাবে বালু উত্তোলনকালে তিনজনেক দশ দিনের কারাদণ্ড ও দুইজনকে এক লক্ষ টাকা করে জরিমানা প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন, এখন থেকে নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।
উল্লেখ্য চলতি নদীতে রাতে দিনে রাতে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে।