বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জে হাওরের বেরি বাঁধ কেটে দেওয়া ও অবৈধভাবে নদী থেকে পাথর উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে ২ লক্ষ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা এই দ-াদেশ দেন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিনি তাদের দ-িত করেন। এসময় পুলিশসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভ্রাম্মণগাও এলাকায় হাওরের বেরিবাধ কেটে মাটি ও বালু উত্তোলন করছিলেন শহরের ষোলঘর এলাকার আকবর খানের পুত্র আব্দুল্লাহ খান। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাদিয়া সুলতানা অভিযান চালিয়ে তাকে ২ লক্ষ টাকা অর্থদ- প্রদান করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সীমান্ত নদী ধোপাজানে পৃথক অভিযান পরিচালনা করেন। এসময় তিনি ধোপাজান নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় ইব্রাহিমপুর গ্রামের শামসুন নূরের পুত্র বুরহান উদ্দিনকে আরো ২ লক্ষ টাকা জরিমানা করেন।
সুনামগঞ্জ সদর পৌর ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা কামাল হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক খবর পেয়ে আলাদা দুটি অভিযান পরিচালনা করেন। তিনি অভিযুক্ত দুই ব্যক্তিকে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করেছেন।