স্টাফ রিপোর্টার::
ধর্মীয় প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যসেবীসহ হতদরিদ্র মানুষদের মধ্যে উন্নত মানের মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছে বেসরকারি সংস্থা ব্রাক। ৭ জানুয়ারি সোমবার সকালে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ব্রাকের ১ লক্ষ ৭১ হাজার মাস্ক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। করোনা সংক্রমণ প্রতিরোধে ব্রাক এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাকের জেলা ব্যবস্থাপক এ কে আজাদ জানান, জেলার ১২ টি উপজেলার স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য সেবিকাদের মাধ্যমে দরিদ্র ও অসচেতন মানুষদের মধ্যে বিতরণের জন্য আলাদভাবে মাস্ক প্রদান করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ৩৯ হাজার, স্বাস্থ্য সেবিকাদের মাধ্যমে ১ লক্ষ ৮৭ হাজার, সহযোগী বেসরকারি সংস্থাগুলোর মাধ্যমে ২৫ হাজার, জেলার সকল কমিউনিটি ক্লিনিকে বিতরণের জন্য ৮৮ হাজার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মাধ্যমে ৫৭ হাজার, সিভিল সার্জনের মাধ্যমে ২৩ হাজার, জেলা প্রশাসকের মাধ্যমে ৭৬ হাজার, ধর্মীয় প্রতিনিধিদের মাধ্যমে ৫৫ হাজার এবং অন্যান্য পেশাজীবীদের মাধ্যমে আরো ৭৬ হাজারসহ মোট ১ লক্ষ ৭১ হাজার মাস্ক বিতরণ করা হবে। ব্রাকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের হাতে ১ লক্ষ ১৫ হাজার মাস্ক হস্থান্তর করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, এডিএম তামিম আল ইয়ামিন। ব্রাকের পক্ষে উপস্থিত ছিলেন, ডিভিশনাল ম্যানেজার রিপন চন্দ্র ম-ল, বিডিসি একে আজাদ, আঞ্চলিক ব্যবস্থাপক ইউপিজি আনিসুজ্জামান বাবুল, আঞ্চলিক ব্যবস্থাপক জেজিডি মহসিন, এইচআর অফিসার বায়েজিদ কবীর চৌধুরী, এরিয়া ম্যানেজার এইচএনপিপি শাহ আলম প্রমুখ।