স্টাফ রিপোর্টার::
২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সুনামগঞ্জ এবছরও আয়োজন করা হলো ব্যতিক্রমী “কবিতা মিছিল”। সুনামগঞ্জের শিশু সংগঠন “সত্যশব্দ আবৃত্তি ও অভিনয় চর্চা কেন্দ্রের” পরিকল্পনা ও আয়োজনে মিছিলটির সবকিছু তত্ত্বাবধান করে সুনামগঞ্জের আরেক ঐতিহ্যবাহী নাট্যদল “সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটার”। কবিতাকে স্লোগান বানিয়ে সত্যশব্দের কর্মীরা শহর প্রদক্ষিণ করেন। মিছিলটি এক অন্যরকম আবহ তৈরি করে।
ইস্তেকবাল হােসেনের “আজ মিছিলে বন্যা হবে” সুকান্ত ভট্টাচার্যের “আমরা এসেছি” সলিল চৌধুরীর “শপথ” সহ আরও বেশ কিছু কবিতা দৃপ্ত কন্ঠে স্লোগানের সুরে পাঠ করতে করতে সুনামগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মিছিলকারীরা। তারা ফেস্টুন, ব্যানার নিয়ে মিছিলে নামেন। তাদের পড়নে ছিল একুশের শোকের আবহের শাদাকালো পোষাক।
২১ ফেব্রুয়ারি বেলা ৪ টায় মিছিলটি সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে যাত্রা শুরু করে কালীবাড়ি, হাছন নগর, উকিলপাড়া এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেন সত্যশব্দ ও প্রসেনিয়ামের প্রায় ১০০ জন শিল্পী ও অভিভাবক।
সত্যশব্দের পরিচালক দেবাশীষ তালুকদার শুভ্র বলেন ” যেকোনো জনগোষ্ঠীর যেকোনো সংকটে কবিতাই প্রতিবাদের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আর আন্দোলনের স্রোত মিছিলেই ছুটে চলে সবার আগে। তাই আমরা কবিতা আর মিছিলকে এক করে দিয়েছি গতবছর থেকে বাংলাদেশীদের আন্দোলন সংগ্রামের ভিত্তির দিন ২১ শে ফেব্রুয়ারিতে।”
মিছিলের যাত্রীদের হাতে ছিল কবিতার নানান লাইন লেখা ফেস্টুন। মিছিল থেকে তারা দ্রব্যমূল্যের লাগাম টানা, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতার দাবি জানান।
আয়োজকেরা প্রত্যাশা করেন এই কবিতা মিছিল প্রতি বছর তারা আয়োজন করবেন এবং এই কবিতা মিছিল যেনো দেশব্যপী চর্চিত হয়।