হাওর ডেস্ক::
রাশিয়ার আগ্রাসন শুরুর পর এক সপ্তাহে ইউক্রেইন থেকে ১০ লাখের বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ সেনারা আক্রমণ শুরুর পর বৃহস্পতিবার লড়াই গড়িয়েছে অষ্টম দিনে। ইউক্রেইনের বিভিন্ন এলাকা থেকে তুমুল লড়াইয়ের খবর আসছে।
বিবিসি লিখেছে, ২০১৫ সালের শরণার্থী সংকটের সময় ১৩ লাখ মানুষ দেশান্তরী হয়েছিল। মাত্র এক সপ্তাহে প্রায় কাছাকাছি সংখ্যক মানুষ শুধু ইউক্রেইন থেকেই শরণার্থী হয়েছে।
টুইটারে প্রকাশ করা এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি ইউক্রেইনের ভেতরে আটকা পড়া লাখো মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের ধারণা, যুদ্ধের কারণে ইউক্রেইনের ভেতরে এক কোটি ২০ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে এবং তাদের ত্রাণ সহায়তা দরকার।