স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক। রবিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিনিধিসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে তিনি আগামী জুন মাসে জেলা সম্মেলন করার নির্দেশনা দেন। এছাড়াও প্রতিনিধিসভা শেষে আগামী মে মাসের মধ্যে বিশ্বম্ভরপুর উপজেলা বাদে সবগুলো উপজেলায় সম্মেলন করার নির্দেশনা দিয়েছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই সিদ্ধান্তকে স্বাগত জানান উপস্থিত প্রতিনিধিবৃন্দ।
প্রেসিডিয়াম সদস্য ও অনুষ্ঠানের প্রধান বক্তা জাহাঙ্গীর কবির নানক বলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন ঢাকায় হবে এটা হতে পারেনা। আগামী সম্মেলনে আমরা কোন হাইব্রীডদের স্থান দিবনা। উপস্থিত এমপিদের উদ্দেশ্যে তিনি বলেন, জামায়াত বিএনপিকে এনে আওয়ামী লীগার বানাবেন তা হবেনা। জেলাকে পকেটে রাখা চলবেনা। তিনি বলেন, দেশের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করে দলকে সংগঠিত করতে হবে। আগামীতে সুনামগঞ্জ জেলার প্রতিটি উপজেলা সম্মেলনে আমরা উপস্থিত থাকব। ইউনিয়ন পর্যায়ে সভায় রেজুলেশন করে কমিটি গঠন করতে হবে। আগামী জুন মাসে সুনামগঞ্জ জেলা কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলনের ঘোষণা দেন তিনি। একই ঘোষণা দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।