শাল্লা প্রতিনিধি:
গত বছরের ১৭ই মার্চ নোয়াগাঁও গ্রামের হিন্দু পাড়ায় সাম্প্রদায়িক হামলা চালিয়ে ১০টি পারিবারিক মন্দির ও ৮৮ টি বাড়িঘর ভাংচুর করে হেফাজত ইসলামের সাবেক নেতা মামুনুল হকের অনুসারীরা। তাই এই হামলার সুষ্ঠু বিচারের দাবীতে এক বছর পর গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় নোয়াগাঁও গ্রামের পাশের মাঠে এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন পালন করা হয়। অভিনাশ দাসের সঞ্চালনায় ও বীর মুক্তিযোদ্ধা অনিল দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চন্দন দাস, লোকেশ দাস, অসীম চক্রবর্তী, সুধা রানী দাস ও মঙ্গলা রানী চৌধুরী প্রমুখ। এসময় বক্তারা বলেন, ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর দিনটি টার্গেট করেই স্বাধীনতা বিরোধীরা এই সাম্প্রদায়িক হামলা করেছে।
শুধু তাই নয়, এই হামলার পেছনে অনেক রাঘব বোয়ালদের হাত রয়েছে। তাই মামলার আসামীদের পাশাপাশি পেছনের ইন্ধনদাতাদের আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা। বক্তারা আরো বলেন, ১৭ই মার্চ দিনটি আমাদের নোয়াগাঁও গ্রামবাসীর জন্য কলঙ্কজনক অধ্যায়। এই দিনটি আসলেই আমাদের চোখের সামনে ভেঁসে উঠে নির্যাতনের দৃশ্য।
এদিকে নোয়াগাঁও গ্রামে হামলার আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে শাল্লা সোচ্চার নাগরিকের ফোরামের ব্যানারে উপজেলা সদরে মানববন্ধন পালন করা হয়েছে।এসময়ও বক্তারা সাম্প্রদায়িক গোষ্টীর ইন্ধনদাতাদের বিচারের আওতায় আনার দাবী জানান।