স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযাগ্য মর্যাদায় উদযাপিত হয়ছ। শনিবার সূর্যাদয়র সঙ্গ সঙ্গই সুনামগঞ্জ প্রশাসন ও বিভিন পশাজীবী সংগঠন এবং সাং¯তিক সংগঠনগুলা মুক্তিযাদ্ধা স্মতি ফলক পুষ্পার্ঘ্য অর্পন করন। পর স্টডিয়াম আনুষ্ঠানিকভাব জাতীয় পতাকা উত্তালন, প্যারড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দুপুর শহিদ মুক্তিযাদ্ধা আবুল হাসন মিলনায়তন বীর মুক্তিযাদ্ধা, যাদ্ধাহত মুুক্তিযাদ্ধা এবং শহিদ মুক্তিযাদ্ধা ও তাদর পরিবারবর্গক সংবর্ধনা প্রদান করা হয়।
এখান ফুল দিয় তাদরক সংবর্ধনা জানান প্রশাসনর কর্মকর্তাবদ। বীর মুক্তিযাদ্ধা ও তাদর স্বজনরা লাল সবুজর রঙর পাষাক পড় অনুষ্ঠান অংশ নন। সংবর্ধনাসভায় বীর মুক্তিযাদ্ধারা একাত্তরর অসাম্প্রদায়িক চতনায় বাংলাদশক পরিচালিত করত নতুন প্রজন্মর প্রতি আহান জানান। একই সঙ্গ সাম্প্রদায়িক শক্তিগুলাক একাত্তরর চতনার আলাক মাকাবলায় মুক্তিযুদ্ধর পক্ষর লাকদর ঐক্যবদ্ধ হওয়ার আহান জানান বক্তারা।
এদিক প্রতিটি উপজলায়ই উপজলা প্রশাসনসহ রাজনতিক, সামাজিক, সাং¯তিক সংগঠনগুলা পথকভাব মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযাগ্য মর্যাদায় উদযাপন করছন।