লন্ডন প্রতিনিধি::
কোভিডের সময় সাংবাদিকতা ও মানবিকতায় বিশেষ অবদান রাখায় লণ্ডনের স্থানীয় সরকার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকারের বিশেষ সম্মাননা পেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সুনামগন্জের সাংবাদিক আ স ম মাসুম।
সাংবাদিক ও মানবাধিকার কর্মী আ স ম মাসুম কোভিডের সময় রানার মিডিয়া নামে মাল্টিমিডিয়া প্রোডাকশনের মাধ্যমে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশীদের জন্য অন্তত ২০০০ ভিডিও তৈরি করে মানুষের মধ্যে কোভিড সচেতেনতা তৈরি করেন। সেই সাথে কোভিডের সময় ন্যাশনাল হেলথ সার্ভিসের একজন কোভিড ভলান্টিয়ার হিসাবে কাজ করেন। এই কাজের স্বীকৃতি হিসাবে টাওয়ার হ্যামলেটস স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন ২৪ মার্চ এক অনুষ্ঠানে স্বীকৃতি স্বরূপ সনদ, মেডেল ও স্মারক কলম তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন এনআরবি লণ্ডনের চেয়ারম্যান আনসার আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক আহাদ চৌধুরী বাবু।
আ স ম মাসুম রানার মিডিয়ার একজন পরিচালকের পাশাপাশি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ ব্যুরো চীফ হিসাবে কাজ করছেন ও বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ সংস্করণের দায়িত্বে আছেন। সেই সাথে ইষ্টহ্যান্ডস নামের একটি আন্তর্জাতিক চ্যারিটি সংস্থার প্রধান নির্বাহী হিসাবে কাজ করছেন।
আ স ম মাসুম মানবাধিকার কর্মী ও সাংবাদিক হিসাবে পেশাগত কাজে বিশ্বের ৫০টিরও বেশী দেশে গিয়েছেন। সম্প্রতি ইউক্রেনের যুদ্ধ ময়দানে গিয়ে সরেজমিন প্রতিবেদন করেছেন।
আ স ম মাসুম, সুনামগন্জ শহরের বলাকা আ/এ নিবারী মরহুম আব্দুস সাত্তার ও মরহুম আলেয়া খানমের একমাত্র পুত্র সন্তান ও নানা পাড়া নিবাসী মো. নেজামুল ইসলামের ভাগিনা।