জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের দুইশ ৬ জন শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ মান্নান কর্তৃক উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জে জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আবদুল কাইয়ুম মশাহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেচ্ছুর রহমান, সৈয়দপুর আর্দশ কলেজের অধ্যক্ষ, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালিক প্রমুখ।
পরে জগন্নাথপুর উপজেলার কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০৬ জন শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে।