1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ধর্মপাশার ডোবাইল বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে ১৮৫ হেক্টর বোরো জমি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ৮.৩৬ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

মোবারক হোসাইনঃ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির প্রবল চাপে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র
সোনার থাল হাওরের ডোবাইল ফসলরক্ষা বাঁধটি ভেঙ্গে গিয়ে ডোবাইল হাওরের
১৮৫হেক্টর বোরো জমির আধাপাকা ধান পানিতে তলিয়ে গেছে। আজ মঙ্গলবার (৪এপ্রিল) বিকেল চারটার দিকে এই ফসল ডুবির ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে,সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অধীনে থাকা উপজেলার সুখাইড় রাজাপুর
দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওরের ডোবাইল ফসলরক্ষা বাঁধটির দৈর্ঘ
৫০০মিটার। পিআইসি নং ৭৫। বাঁধের এই কাজের জন্য বরাদ্দ নির্ধারণ করা হয়
প্রায় ২৩লাখ টাকা। পিআইসির সভাপতি হলেন নূরুল হুদা ও সদস্য সচিব হলেন
সাগর মিয়া। পিআইসিকে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় কিস্তি বাবদ বরাদ্দের
শতকরা ৫৭ভাগ টাকা দেওয় হয়েছে। গত বছরের ২৬ডিসেম্বর এই বাঁধের কাজ শুরু করে তা চলতি বছরের ২৮ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হয়। ডেবাইল ফসলরক্ষা বাঁধের আওতায় ২০০হেক্টর বোরো জমি রয়েছে। এর মধ্যে ১৫হেক্টর বোরো জমির
আধাপাকা ধান ইতিমধ্যে কাটা হয়েছে । ওই বাঁধ সংলগ্ন কংস নদের পানির চাপ আজ মঙ্গলবার বিকাল তিনটার দিকে আশংকাজনক ভাবে বেড়ে যাওয়ায় ওইদিন বিকাল
চারটার দিকে বাঁধটি ভেঙে গিয়ে ডোবাইল হাওরে পানি প্রবেশ করতে শুরু করে।
ফলে সেখানে থাকা ১৮৫হেক্টর বোরো জমির আধাপাকা ধান পানিতে তলিয়ে যায়।
কয়েকজন কৃষক অভিযোগ করেন,বাঁধের কাজ যেনতেন ভাবে করা হয়েছে। পানি উন্নয়ন
বোর্ডের কর্মকর্তারা নিয়মিত বাঁধের কাজের মনিটরিং করেননি। পিআইসির সভাপতি
,সদস্য সচিব ও পাউবোর কর্মকর্তাদের গাফিলতির কারণেই এই ফসলডুবির ঘটনা
ঘটেছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ও ‍উপজেলা
কাবিটা প্রকল্প বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ কমিটির সদস্য সচিব মো.ইমরান
হোসেন বলেন, যে ভাবে বাঁধের কাজ বাস্তবায়ন করার কথা সেভাবেই কাজ করা
হয়েছে। বাঁধের কাজ না পাওয়ায় অনেকেই নানা অপপ্রচার চালাতে পারেন এটা
অসম্ভব কিছু নয়। বাঁধটি কংস নদের তীরে অবস্থিত। ‍উজান থেকে নেমে আসা
পাহাড়ি ঢলের পানির প্রবল চাপের কারণে এই বাঁধটি ভেঙে গিয়ে ফসলডুবির
ঘটনা ঘটেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএওন) মো.মুনতাসির হাসান বলেন, পাহাড়ি ঢলের পানির চাপ বেড়ে যাওয়ায় এই ফসলডুবির ঘটনা ঘটেছে। এ উপজেলার হাওরের ফসলরক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবরকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!