বিশেষ প্রতিনিধি::
বাধ ভেঙ্গে হাওরের ফসলডুবির ঘটনায় সুনামগঞ্জে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় হাওরের বাঁধ নির্মাণ ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এই কমিটি করে দেন। কমিটিকে আগামী ২৫ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমাদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
৫ সদস্যের কমিটির প্রধান করা হয়েছে সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মো. জাকির হোসেনকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, প্রাণিসম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম।
কমিটিকে বাধ নির্মাণে, ত্রুটি, অব্যবস্থাপনা, গাফিলতি এবং তদারকিতে গাফিলতি আছে কি না তাও খতিয়ে দেখতে বলা হয়েছে।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেন, হাওরের ফসলরক্ষা বাধ ভেঙ্গে ফসলহানিসহ নির্মাণ ও তদারকিতে গাফিলতি আছে কি না তাও খতিয়ে দেখতে বলা হয়েছে। আগাামী ২৫ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।