অনলাইন ডেক্স::
জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণের কাছে ইসরায়েলি পুলিশের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি পুলিশের দাবি, শুক্রবার (১৪ জুলাই) ফিলিস্তিনি বন্দুকধারীরাই প্রথম তাদের ওপর গুলি চালায় এবং পরে তারা পাল্টা পদক্ষেপ নেন। ওই ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে তিন ইসরায়েলি আহত হয়েছে বলেও দাবি করেছেন তারা।
ইসরায়েলি পুলিশের দাবিকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, শুক্রবার আল আকসা মসজিদ প্রাঙ্গণের কাছের একটি ফটকে পৌঁছায় তিন বন্দুকধারী। সেখান থেকে গুলি ছুড়ে মসজিদের দিকে পালিয়ে যায় তারা। সেখানে ইসরায়েলি পুলিশ তাদের গুলি করে হত্যা করে।
জেরুজালেম থেকে আল জাজিরার প্রতিনিধি হ্যারি ফসেট জানান, “ওল্ড সিটির দুং গেটের কাছে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিরা বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। আল-আকসা মসজিদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদ চত্বরের ভেতরে দুই ফিলিস্তিনির মরদেহ ছিল।”
মেডিক্যাল সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, আহত পুরিশ কর্মকর্তাদের দুইজনের অবস্থা গুরুতর।
ঘটনার পর আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। শুক্রবার (১৪ জুলাই) সেখানে জুমার নামাজ আদায় করা হবে না বলেও ঘোষণা দিয়েছে তারা।