স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. আবু নাঈম শেখ। ১৪ জুন মঙ্গলবার চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আবু নাঈম শেখকে এই নিয়োগ দেন। আগামী ৪ বছরের জন্য তাকে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ভিসি নিয়োগ বিষয়ে একটি প্রজ্ঞাপন থেকে এসব কথা জানা গেছে।
এদিকে ভিসি হিসেবে নিয়োগ পাওয়ার পর ড. মো. আবু নাঈম শেখ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এডভোকেট মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডডা. দীপু মনিসহ সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ভিসি নিয়োগ বিষয়ক প্রজ্ঞাপন থেকে জানা যায়, তার এই নিয়োগ যোগদানের দিন থেকে ৪ বছর মেয়াদী হবে। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন পাবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রজ্ঞাপনে আরো বলা হয় মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোন সময় এই নিয়োগ বাতিল করতে পারেন।
এদিকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের ফলে দ্রুত একাডেমিক ও প্রাতিষ্ঠানিক কাজ শুরু হবে বলে মনে করছেন সুনামগঞ্জবাসী। তারা ভিসি নিয়োগের খবরে আনন্দ প্রকাশ করছেন।
উল্লেখ্য ২০১৯ সালের ৩০ ডিসেম্বর মন্ত্রীসভায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছিল।