দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাই পৌর শহরে বিএনপির দুই গ্রুপের মধ্যে হট্টগোল, হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বেলা দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে দেশে লোড শেডিং, জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবশের আয়োজন করে দিরাই উপজেলা বিএনপি। দুপুরে কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বাজার প্রদক্ষিণ শেষে বিএনপি অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার পরপরই হট্টগোলের শুরু হয়। জেলা বিএনপির উপদেষ্টা ও দিরাই শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল অনুসারী কোন নেতাকে বক্তব্য দেয়ার সুযোগ না দেয়ায় তার সমর্থকরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে এবং একপর্যায়ে হাতাহাতি ও ঢিল ছুড়তে দেখা যায় দুপক্ষের সমর্থকদের মাঝে। এতে সভা পন্ড হয়ে যায়। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।