দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ের জগদল ইউনিয়নে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জগদল ইউনিয়নের প্রত্যন্ত এলাকা বড়নগদীপুর গ্রামে আয়েশা বেগম (৩০) নামের ওই গৃহবধূর লাশ তার স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় আয়েশার মা আসমা বেগম দিরাই থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের নারায়নকুড়ি গ্রামের মৃত আব্দুন নুরের একমাত্র মেয়ে আয়েশা বেগম। সাত আট বছর আগে একই ইউনিয়নের কলিয়ারকাপন গ্রামের খোকন মিয়ার সাথে বিয়ে হয় আয়েশার। সন্তান জন্ম দিতে না পারায় খোকনের সাথে ১ বছর আগে ছাড়াছাড়ি হয়ে যায়। ৩ মাস পূর্বে আয়েশা বেগম বড়নগদীপুর গ্রামের রুমেল মিয়াকে দ্বিতীয় বিয়ে করেন। প্রথমে পারিবারিকভাবে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়। তবে পারিবারিক আলোচনায় বিয়ের আলাপ ভেস্তে যায়। পালিয়ে বিয়ে করেন রুমেল ও আয়েশা। এরপর থেকে স্বামীর সংসার করছেন তিনি।
আয়েশা বেগমের স্বামী রুমেল মিয়া বলেন, সকাল ৮টার দিকে আয়েশা ও আমি একসাথে ভাত খাই। আমি কাজে চলে যাই। আয়েশা ঘরে একা ছিল। ১০টার দিকে প্রতিবেশী বাড়ির মিনা বেগম পান খাওয়ার জন্য আমার ঘরে গেলে আয়েশাকে ঘরের পেছনের বারান্দার রুমের বাঁশের তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান।