স্টাফ রিপোর্টার::
মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জের ধারাগাও সেতুর অ্যাপ্রোচ সড়ক ভেঙ্গে গিয়ে চারটি ইউনিয়নের সঙ্গে জেলা সদরের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার ভোরে ধারারগাও সেতুর পাশে রাস্তাটি ভেঙ্গে যায় বলে জানিয়েছেন স্থানীয় কোরবান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল বরকত।
তিনি জানান, জেলা শহরের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী অভ্যন্তরিন ধারারগাও সড়কটি কোরবাননগর, রঙ্গারচর, জাহাঙ্গীর নগর এবং সুরমা ইউনিয়নেসর অন্তত ৫০টি গ্রামের মানুষ যাতায়াত করেন। রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় তারা এখন দুর্ভোগে পড়েছেন। রাস্তাটি ভেঙ্গে যাওয়ার পর জনগণ নৌকা দিয়ে যাতায়াত করতে দেখা গেছে।
এদিকে পাহাড়ি বন্যাপরিস্থিতিতি স্থিতিশীল থাকলেও জেলার নি¤œাঞ্চল এখনো প্লাবিত আছে। সুরমা নদীর পানি গতকালের চেয়ে ৮ সেন্টিমিটার কমে বিপদসীমার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান, পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আফসর উদ্দিন।