ছাতক প্রতিনিধি::
ছাতক-দোয়ারা থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ব্যারিস্টার ফজলুল হক ছিলেন যুক্তরাজ্য আ.লীগের নিবেদিত প্রান নেতা। প্রবাসে থেকেও দেশ ও দেশের মানুষের কল্যানে তিনি রাজনীতি করে গেছেন। রাজনীতির পাশাপাশি তিনি নিজ এলাকার উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখার চিন্তা করতেন সবসময়। একজন সামাজিক ও সাদা মনের মানুষ হিসেবেও ব্যারিস্টার ফজলুল হকের পরিচিতি রয়েছে। আ.ওয়ামী রাজনীতিতে তার মতো সৎ-যোগ্য ও সু-শিক্ষিত ব্যক্তির খুবই প্রয়োজন রয়েছে। ব্যারিষ্টার ফজলুল হকের অকাল মৃত্যুতে এমপি মানিক গভীর শোক, শোকায়িক পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। গতকাল বুধবার সকালে জাউয়াবাজর এলাবাসীর উদ্যোগে পাইগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরচৌরাই-আশাকাচর গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্যস্থ সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের সাধারন সম্পাদক, যুক্তরাজ্য আইনজীবী পরিষদের সহ-সভাপতি য্ক্তুরাজ্য প্রবাসী মরহুম ব্যারিষ্টার ফজলুল হক স্মরনে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাউয়াবাজার ইউনিয়ন আ.লীগের সভাপতি আতাউর রহমান আতার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাউয়া কলেজের অধ্যক্ষ আব্দুল গাফফার, মুক্তিযোদ্ধা কদর মিয়া, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, মুরাদ হোসেন, বিল¬াল আহমদ, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজা মিয়া তালুকদার, প্রধান শিক্ষক দিগেন্দ্র কুমার তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী এমদাদুল হক তালুকদার, প্রভাষক ড. রোয়াব উদ্দিন, ডাঃ মোজাহারুল ইসলাম, আ.লীগ নেতা সিরাজুল ইসলাম, আব্দুল খালিক, আব্দুল মছব্বির, প্রভাষক নাজমুল হক, সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদ আলী, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুর রহমান আছাদ, মরহুমের স্বজন যুক্তরাজ্য প্রবাসী হাজী ওয়ারিছ আলী, হাজী জাকারিয়া, সাইদুল হক সবজিল। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা জিতু মিয়া, ইউপি সদস্য আব্দুল কদ্দুছ সুমন, আব্দুল হক, সাবেক মেম্বার তোফায়েল আহমদ, ফজলুল করিম প্রমুখ। সভা শেষে দোয়া ও মোনাজত পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষক মাও. ওয়ালিউল¬াহ।