স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সিলেট সড়কের সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর মোড়ে সম্প্রতি দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় জয়কলস হাইওয়ে পুলিশ টহল জোরদার করেছে। হাইওয়ে পুলিশের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় অপরাধী চক্রও বিপাকে পড়েছে। এমনই এক ঘটনা ঘটেছে রবিবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টায়। হাইওয়ে পুলিশের জোড়ালো তৎপরতা লক্ষ্য করে মাদক কারবারি গাজাসহ প্রাইভেট কার রেখে পালিয়ে গেছে। পরে গাজা ও গাড়ি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে।
জয়কলস হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে সম্প্রতি মনপুর মোড়ে দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় এসআই আফাজুল ইসলাম নেতৃত্বে টহল আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। বাড়ানো হয়েছে সার্বিক তৎপরতা। শনিবার দিবাগত রাতে বাড়তি তৎপরতার ফলে অজ্ঞাতনামা মাদক কারবারি ২ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কার রেখে পালিয়ে গেছে। হাইওয়ে পুলিশ এগুলো উদ্ধার করে সুনামগঞ্জ সদর থানায় মামলা দিয়েছে। উদ্ধারকৃত মাদক ও গাড়ি জয়কলস পুলিশ ফাড়ি হেফাজতে রয়েছে।
এসআই আফাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতের প্রথম প্রহরে আমরা অভিযান শুরু করি। আমাদের তৎপরাত পেয়ে মাদক কারবারি গাড়ি ও মাদক রেখে পালিয়ে গেছে। এ বিষয়ে সদর থানায় মামলা দায়ের হয়েছে।