বিশ্বম্ভরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাতগাঁও উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুটকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে অনুষ্ঠিত এই সংবর্ধনাসভায় জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সংবর্ধনাসভায় প্রধান অতিথির বক্তব্যে নূরুল হুদা মুকুট তাকে সমর্থন করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানুষের উন্নয়ন ও সেবায় তিনি সব সময় নিয়োজিত থাকার অঙ্গিকার করেন। এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে তার সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নূরুল হুদা মুকুট বিদ্যালয়ের উন্নয়নে ১০ লক্ষ টাকা এবং মসজিদের উন্নয়নে আরো ৫ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন।