1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে শিক্ষককে হুমকির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ জুলাই, ২০১৭, ৩.৩০ পিএম
  • ৪৩৪ বার পড়া হয়েছে

আশিস রহমানঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিক্ষককে হুমকি দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার শিক্ষার্থীদের উদ্যোগে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাদিকুর রহমানের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক দেলোয়ার হোসেন, প্রাক্তন শিক্ষার্থী আফতাব উদ্দিন, রুবেল মিয়া, হারুন রশিদ প্রমুখ।
বক্তারা শিক্ষককে লাঞ্চিত ও হুমকি দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
উল্লেখ্য তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শাহ জাহান ও জীবন মিয়া পরষ্পরের মধ্যে ঝগড়া হয়। এব্যাপারে শিক্ষার্থীরা বিচারপ্রার্থী হলে বিদ্যালয়ের সহকারি শিক্ষক কমলেশ রায় বিষয়টি মিমাংসা করে দেন। এর কিছুক্ষণ পরেই শিক্ষক কমলেশ রায় কর্তৃক শিক্ষার্থীদের বিচার মিমাংসা মনঃপুত না হওয়ায় শিক্ষার্থী শাহজাহানের স্বজনরা শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ করে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আজ এই প্রতিবাদ কর্মসূচি পালন করে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!