স্টাফ রিপোর্টার::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বিশ্বে চলমান অর্থনৈতিক সংকটেও সরকার সফলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে চলছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্যপণ্যের দাম রাখতে নানা উদ্যাগ গ্রহণসহ আন্তরিকতার সঙ্গে কাজ করছে শেখ হাসিনার সরকার। এছাড়াও বৈশ্বিক সংকটের মধ্যেও সরকার দেশের উন্নয়নকাজ এগিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেন মন্ত্রী।
২ ডিসেম্বর শুক্রবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত উপজেলা কনফারেন্স হলে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহনকারীদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, নারী ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া প্রমুখ।
মন্ত্রী বিএনপির চলমান আন্দোলনের দিকে দৃষ্টি রেখে বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন দেশের বিরুদ্ধে গুজব রটাচ্ছে। ব্যাংকে টাকা নেই বলে অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই তাদের এই দেশবিরোধী ষড়যন্ত্র থেকে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন দেখে বিএনপি গুজবের পথে হাঁটছে।