স্টাফ রিপোর্টার:;
৬ ডিসেম্বর সুনামগঞ্জ মুক্তদিবসে একাত্তরের ঘাতকদের বিচার দাবি করেছেন বীর মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে বীর মুক্তিযোদ্ধারা আনন্দ র্যালি বের করেন। র্যালির অগ্রভাগে বীর মুক্তিযোদ্ধাদের হাতে পাকিস্তানী হানাদার ও রাজাকারদের আতœসমর্পণের প্রতীকি দৃশ্য উপস্থাপন করা হয়। আনন্দ শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনাসভায় মিলিত হন। আলোচনাসভায় বীর মুক্তিযোদ্ধারা একাত্তরের ঘাতকদের বিচারকাজ শেষ করার দাবি জানান।
আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী, পুলিশ সুপার মো. এহসান শাহ, পৌর মেয়র নাদের বখত, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা মকসুদ আলী, আওয়ামী লীগ নেতা হায়দার চৌধুরী লিটন, সিরাজুর রহমান সিরাজ প্রমুখ।
উল্লেখ্য ১৯৭১ সনের এই দিনে সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা তিন দিক দিয়ে আক্রমণ করে সুনামগঞ্জ শহর দখলে রাখা হানাদারদের হটিয়ে দেন। মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সাড়াতি আক্রমণে দক্ষিণের উন্মুক্ত দিক দিয়ে সিলেটের দিকে পালিয়ে যায় হানাদাররা। যাবার সময় যুদ্ধক্ষেত্র থেকে ধরে আনা বীর মুক্তিযোদ্ধা তালেব উদ্দিন, কৃপেন্দ দাস ও চম্পক বাড়ইকে ব্রাশ ফায়ার করে হত্যা করে ফেলে যায়। পরে তিন ধর্মের এই যোদ্ধাদের জয়কলস উজানীগাও হাইস্কুল মাঠে একই কবরে শায়িত করেন মুক্তিযোদ্ধা জনতা।