স্টাফ রিপোর্টার::
হাওরের কৃষকদের দাবি আদায়ের সোচ্চার সংগঠন হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এসএম শহিদুল ইসলাম। রোববার সকাল পানি উন্নয়ন বোর্ডের কনফারেন্স কক্ষে তাদের সঙ্গে মতবিনিময় করে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় নেতৃবৃন্দ জরুরি ভিত্তিতে ক্লোজার গুলোতে কাজ শুরুর পাশাপাশি ৫টি উপজেলায় প্রস্তাবিত দ্বিগুণ বরাদ্দ খতিয়ে দেখার আহ্বান জানান।
হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীদ্বয়কে বিষয়টি বিশেষভাবে যাছাই বাছাই করার নির্দেশ দেন তিনি। বাধের কাজে অনিয়ম, দুর্নীতি হলে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাসহ কাউকে ছাড় দেওয়া হবেনা বলে হুশিয়ারি দেন তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-১ মামুন হাওলাদার, নির্বাহী প্রকৌশলী-২ শামসুদ্দোহাসহ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উপজেলায় কর্মরত স্টেশন অফিসারবৃন্দ।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, হাওর বাচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিজন সেনরায়, হাওর বাচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল, হাওর বাচাও আন্দোলন সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, শান্তিগঞ্জ উপজেলা হাওর বাচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আবু সাইদ, সদর উপজেলা হাওর বাচাও আন্দোলনের সাধারণ সম্পাদক শহিদনূর আহমদ প্রমুখ।
এসময় হাওর বাচাও আন্দোলনের নেতৃবৃন্দ প্রধান প্রকৌশলীকে জানান হাওর বাঁচাও আন্দোলনটি কৃষকের দাবি আদায়ের প্রেক্ষিতে গঠিত হয়েছে। তাই কৃষকের স্বপ্ন যাতে দুর্নীতি ও অনিয়মের কারণে ভেসে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দ্রুত পিআইসি অনুমোদন, ও কাজ শুরুর আহ্বান জানান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আরো বলেন, বাধের প্রিওয়ার্ক ও পোস্ট ওয়ার্কের সময় দুর্নীতি হয়। সুবিধাভোগীদের সঙ্গে আতাত করে বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লোপাট হয়। বিভিন্ন প্রেশার সৃষ্টিকারী গোষ্ঠীকে খুশি রাখতে অপ্রয়োজনীয় প্রকল্প দেওয়া হয়। তাছাড়া সার্ভে, প্রিওয়ার্ক ও পোস্ট ওয়ার্কের সময় সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।
পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এসএম শহিদুল ইসলাম এসময় পাউবোর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত কাজ শুরুর নির্দেশনা দেন। একই সঙ্গে হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দকে সুপরামর্শ দিয়ে সহযোগিতা ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে কাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।