স্টাফ রিপোর্টার, তাহিরপুর::
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে নীলাদ্রী লেকে (মুক্তিযোদ্ধা উপত্যকা) গোসল করতে নেমে ওয়াহিদ পলিন নামের এক পর্যটক নিখোঁজ রয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে স্থানীয় পুলিশ ও জনতা চেষ্টা করছে। ওয়াহিদ পলিন ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন বলে জানা গেছে।
তাহিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ৫জন বন্ধু-বান্ধব নিয়ে ঢাকায় বসবাসকারী ওয়াহিদ পলিন সুনামগঞ্জে বেড়াতে আসেন গত শুক্রবার। শুক্রবার টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করেন। শনিবার সকালে তাহিরপুর উপজেলার পরিত্যাক্ত টেকেরঘাট খনিজ প্রকল্পের লেকে বন্ধু-বান্ধবের সঙ্গে ঘুরতে আসেন তিনি। সীমান্তের এই নীলাভ লেকে গোসল করতে নেমে নিখোঁজ হন পলিন। সঙ্গীরা অনেক খোজাখুজি করে তার সন্ধান না পেয়ে স্থানীয়দের সহায়তা চায়। স্থানীয় জনতা, পুলিশ, বিজিবি নিখোজ পর্যটককে উদ্ধারে চেষ্টা করছে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, ওয়াহিদ পলিন নামের এক পর্যটক যুবক টেকেরঘাট লেকে নেমে নিখোজ হয়েছেন। আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে চাকুরি করেন জেনেছি। তবে এখনো তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জানতে পারিনি।