স্টাফ রিপোর্টার::
ভারতে পাচারকালে বাংলাদেশি মোরগের একটি চালান আটক করেছে সুনামগঞ্জ-২৮ বিজিবি। জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকবাদ ইউনিয়নের কাপনা নামক স্থান থেকে বাংলাদেশি মোরগের চালান আটক করা হয়। এছাড়াও একই সময়ে জেলার আরো ৫টি সীমান্ত স্পট থেকে গরু, কয়লা, ভারতীয় নাসির উদ্দিন বিড়িসহ অবৈধভাবে নিয়ে আসা বিভিন্ন পণ্য জব্দ করেছে। জব্দকৃত এসব মালামাল জেলা শুল্ক কার্যালয়ে জমাদানের প্রস্তুতি চলছে। ২৩ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ৮টার পর এসব মালামাল আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, বিশ্বম্ভরপুর উপজেলার কাপনা সীমান্ত থেকে বাংলাদেশ থেকে ভারতে পাচারের জন্য চোরাকারবারিরা বাংলাদেশি মোরগের চালান জড়ো করেছিল। ডলুড়া বিউপির টহলদল খবর পেয়ে হানা দিলে ১৮টি মোরগের একটি চালান রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়। এছাড়াও তাহিরপুর উপজেলার চানপুর বিউপির টহল দল বড়গোপটিলা থেকে ৪৮ হাজার ৫০০ পিস ভারতীয় নাসির উদ্দিন বিড়ি, একই উপজেলার লাউড়েরগড় বিউপির টহল দল দেড় হাজার কেজি কয়লা, দোয়ারাবাজার উপজেরার পেকপাড়া বিউপির টহল দল উত্তর পেকপাড়া নামক স্থান থেকে ১টি ভারতীয় গরু আটক করে। তবে এসময় বিজিবির তৎপরতা ঠের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায় বলে জানান তিনি। আটককৃত মালামাল আইনগত প্রস্তুতি শেষে সুনামগঞ্জ শুল্ক স্টেশনে জমাদানের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।