স্টাফ রিপোর্টার::
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, ২০১৪ সালে বিএনপি জামায়াত রাস্তার গাছ কেটেছে, রাস্তা কেটেছে, রেল লাইন পুড়িয়ে দিয়েছে। দারা বাসে হামলা চালিয়ে নীরিহ যাত্রী, ড্রাইভার কন্ট্রাক্টর পুড়িয়েছে। সারাদেশের ভূমি অফিসে আগুন দিয়েছে। বিদ্যুৎ কেন্দ্র, রেলরাইন, রেলস্টেশন, নির্বাচনী ৫ শতাধিক বুথ পুড়িয়ে দিয়েছিল। তারা যাতে ভোট না হয় কিভাবে তারা বাংলার ভ’মি অফিসে আগুন দিয়েছে। বিদ্যুৎস্টেশন পুড়িয়ে দিয়েছে। যাতে ভোট না হয়, ৫০০ বুথে আগুন দিয়েছে। বিএনপিকে আগুন সন্ত্রাসীর দল উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপিকে চিনে রাখুন। এবার যদি তারা আগুন দিতে আসে, আমরা সেই হাত পুড়িয়ে দেব।
শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ সরকারি জুবিলী স্কুলমাঠে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। তার বক্তব্য শেষে শেখ হাসিনা মনোনীত জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নূরুল হুদা মুকুট এবং সাধারণ সম্পাদক হিসেবে নোমান বখত পলিনের নাম ঘোষনা করেন।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যরিস্টার এম. এনামুল কবির ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, মুশফিক হোসেন চৌধুরী, উপদফতর সম্পাদক সায়েম খান, মুহিবুর রহমান মানিক এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, শামীমা আক্তার খানম এমপি প্রমুখ।
ওবায়দুল কাদের এমপি আরো বলেন, আমরা জনগণের বিচারের কাছে, ইচ্ছের কাছে মাথা নত করি। আমরা যে কোন রায় মেনে নেব। তাহলে ফাইনাল খেলার জন্য প্রস্তুত আওয়ামী লীগ। দলকে এক রাখুন। আওয়ামী লীগ এক থাকলে এ দেশের কোন রাজনৈতিক শক্তি নেই আওয়ামী লীগকে আলাদা করতে পারে।
প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবীর নানক বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামায়াত ক্ষমতা দখল করে আমাদের নেতাকর্মীদের উপর অকথ্য অত্যাচার করেছিল। তারা দেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছে।
বঙ্গবন্ধুর ইতিহাস মুছে দিতে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল। কিন্ত শেখ হাসিনা দেশের মানুষকে ভালোবেসে বারবার মৃত্যুকে আলিঙ্গন করে গণতন্ত্রকে সাধারণ মানুষের দোড়গোড়ায় নিয়ে যেতে লড়াই করে যাচ্ছেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন বলেন, বিএনপি ইউনিয়নে পদযাত্রা নেই। সব ইউনিয়নে আওয়ামী লীগে শান্তির সমাবেশ হচ্ছে। বিএনপির ডাক কেউ শুনেনা।