স্টাফ রিপোর্টার::
বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, কৃষকরাই জাতিকে স্বপ্ন দেখান। সুনামগঞ্জ জেলা শহরের উত্তরপাড়ের কৃষকরাই বাংলাদেশের জয় নিশ্চিতের নির্মাতা। আমাদের সকলকেই তাদেরকে স্যালুট জানাতে হবে। তিনি এই অঞ্চলের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে আবার গ্রামের মানুষের সেবা দেবার জন্য ফেরার অনুরোধ জানান।
শনিবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আব্দুল গণি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল গনি ফাউন্ডেশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ বিএমএ’এর সাধারণ সম্পাদক ডা. এম নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. গৌতম রায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আজিজুর রহমান রোমান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে।
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য দেন, সিলেট এমসি কলেজের প্রভাষক জোৎ¯œা বেগম, শিক্ষক জয়নাল আবেদীন, শিক্ষক বোরহান উদ্দিন, ডা. জলিল কায়সার খোকন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. জহিরুল ইসলাম, ডা. প্রশান্ত সরকার, ডা. আদনান চৌধুরী, ডা. রেজাউল ইসলাম মোনায়েম, ডা. রেজাউল ইসলাম রাজীব, ডা. মনোজ কান্তি সিংহ, ডা. সোহেল হাসান, ডা. অরুপ রাউত, ডা. মনেতোষ চন্দ, সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস ও ডা. নুরুজ্জামান সিফাত প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে টেলেন্টফুলে বৃত্তিপ্রাপ্ত ৩০ জনকে পাঁচ হাজার টাকা ও বই এবং সাধারণ গ্রেডে ৩৭ জনকে তিন হাজার টাকার শিক্ষাবৃত্তি ও বই তুলে দেন অতিথিরা।