শাল্লা প্রতিনিধি::
প্রতি বছরের মতো এবারও সুনামগঞ্জ জেলার অন্তর্গত শাল্লা উপজেলার ডুমরা গ্রামের যুব সংঘের উদ্যোগে শুরু হয়েছে অষ্ট প্রহরব্যাপি লীলা সংকীর্তন।
শুক্রবার ৪ঠা ফাল্গুন বিকেলে হরিনাম সংকীর্তন মঞ্চে শ্রীমদ্ভগবদ গীতা পাঠের মধ্য দিয়ে ৯ তম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন শুভারম্ভ হয়েছে।
শ্রীমদ্ভগবদ গীতা পাঠ করেন শ্রী চৈতন্য দাশ গোস্বামী।
রাত ৮টায় শুভ অধিবাস কীর্তন পরিবেশনা করেন শ্রী অধীর ভৌমিক।
উক্ত সংকীর্তনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৪টি কীর্তনীয়া দল- শ্রী শ্রী নিত্যানন্দ সম্প্রদায় (সাতক্ষীরা), শ্রীহরি সম্প্রদায় (সিলেট), শ্রী অনন্ত জিউর সম্প্রদায় (দিরাই সুনামগঞ্জ), শ্রী আখিঁ সম্প্রদায় (নেএকোনা) কীর্তন পরিবেশন করবেন।
৬ ই ফাল্গুন রবিবার দধি ভাংগনের মাধ্যমে শেষ হবে হরিনাম সংকীর্তন।
ডুমুরা গ্রামের যুব সংঘের কীর্তন কমিটির সভাপতি পলাশ চৌধুরী বলেন, বিশ্ব মানবতার শান্তি কামনায় প্রতি বছরের ন্যায় এই হরিনাম সংকীর্তন শুরু হয়েছে।
কীর্তন কমিটির সাধারণ সম্পাদক নীহার রঞ্জন দাস, হরিনাম সংকীর্তন উৎসব মুখর শান্তিপূর্ণ ভাবে অনুষ্টিত হবে বলে জানান।
এতে সনাতনী ভক্তদের সক্রিয় সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেছেন কীর্তন কমিটির সদস্যরা।