1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

ভাষার গান, কবিতা-নৃত্যে একুশে উদযাপন করল সুনামগঞ্জ কালচারাল ফোরাম

  • আপডেট টাইম :: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৪২ পিএম
  • ১২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন ‘সুনামগঞ্জ কালচারাল ফোরাম’ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস স্মরণে মহান একুশে উদযাপন করেছে। বরাবরের মতো এবারও ২০ ফেব্রুয়ারি সোমবার রাত ৮টায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে মাতৃভাষার বন্দনা ও সঞ্জীবনী গান, কবিতা আবৃত্তি, ব্যতিক্রমী নৃত্য-নাটিকায় একুশের চেতনাকে তুলে ধরেছেন শিল্পীরা। এর আগে অতিথিবৃন্দকে নিয়ে আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করেন আয়োজকরা। অতিথিবৃন্দ একুশ সংখ্যার আদল-মোমবাতি আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে ফুটিয়ে তুলেন।
আলোকপ্রজ্জ্বলন শেষে জেলা কালচারাল ফোরামের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন চন্দের সঞ্চালনায় আলোচনাসভা শুরু হয়। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত।
অন্যদের মধ্যে বক্তব্য দেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেনরায়, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল আবেদিন, সহযোগী অধ্যাপক শাহ আবু নাসের, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক শামস শামীম, বিন্দু তালুকদার প্রমুখ।
আলোচনাসভায় বক্তারা বলেন, গত কয়েক বছর ধরে কালচারাল ফোরাম একুশের প্রথম প্রহর পর্যন্ত ভাষাশহিদ স্মরণে ব্যতিক্রর্মী সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নতুন প্রজন্মকে একুশের চেতনায় উজ্জীবিত করছে। গান, কবিতা, নৃত্যের মাধ্যমে মহান একুশের জয়গান গাইছে তারা। বাঙালি সংস্কৃতির মূল চেতনা একুশকে ধারন করে মুক্তিযুুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণে কালচারাল ফোরামের সাংস্কৃতিক লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে ভাতৃপ্রতিম সাংস্কৃতিক সংগঠন সত্যশব্দ, প্রসেনিয়ামসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সঙ্গীত, কবিতা ও নৃত্য পরিবেশন করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!