স্টাফ রিপোর্টার::
বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিবিদ আ ত ম সালেহ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ২২ ফেব্রুয়ারি বুধবার দুপুর সোয়া ১২টায় তিনি বার্ধক্যজনিত রোগে ভোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই কন্যাসহ অসংখ্য আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে মারা যান। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছে। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বুধবার রাত ৮টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে যানাযা অনুষ্ঠিত হয়। যানাযায় বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা অংশ নেন। জানাযা শেষে বীর মুক্তিযোদ্ধা আতম সালেহকে সুনামগঞ্জ মরাটিলা গোরস্তানে দাফন করা হয়।
এর আগে নাগরিক শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ সুনামগঞ্জ পৌরসভায় রাখা হয়। এখানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন তার মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান। জাসদের দলীয় পতাকা দিয়ে তার মরদেহে শ্রদ্ধা জানানো হয়।
আতম সালেহ ১৯৭১ সনে বালাট সাব সেক্টরের প্রথম ব্যাচের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ছাত্রজীবনে প্রহগিশীল রাজনীতিতে যুক্ত ছিলেন। আমৃত্যু জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল জাসদের রাজনীতিতে যুক্ত ছিলেন।