স্টাফ রিপোর্টার
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন এর নেতৃবৃন্দ গতকাল মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ উপজেলায় কমিটি গঠনের লক্ষে সাংগঠনিক সফর করেছেন। সফর উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা পাবলিক লাইব্রেরির হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল-আজাদের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ-সভাপতি আকবর হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক বিজন সেন রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব বিন্দু তালুকদার, সদস্য মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, অ্যাড. রহুল তুহিন, সালেহীন চৌধুরী শুভ ও রাজু আহমদ।
মতিবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জামালগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী উল্লাহ সরকার। সভায় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সমাজকর্মী জুলফিকার চৌধুরী রানা, আলী আক্কাস মুরাদ, কৃষক নেতা মতলিব মিয়া, আওয়ামী লীগ নেতা সুব্রত পুরকায়স্থ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ, কাসেম আখঞ্জি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, জাকির হোসেন, আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, মো. শাহাবউদ্দিন, আবুল জাহেদ, সানোয়ার হোসেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আক্তারুজ্জামান তালুকদার, আমিরুল হক মনির, আবুল কালাম প্রমুখ।
সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদকে আহবায়ক, প্রদীপ কুমার মজুমদার মিনু, ওয়ালী উল্লাহ সরকার, অ্যাড. নাসিরুল হক আফিন্দি ও জুলফিকার চৌধুরী রানাকে যুগ্ম আহবায়ক এবং সাংবাদিক অঞ্জন পুরকায়স্থকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।